শেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধ ও বিবাহিত কিশোরীদের গর্ভধারণ বিলম্বিত বিষয়ক কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ১৯ ডিসেম্বর রবিবার সিভিল অফিসের কার্যালয়ের হল রুমে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাল্য বিবাহ প্রতিরোধ ও বিবাহিত কিশোরীদে গর্ভধারণে বিলম্বিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা সির্ভিল সার্জন ডাঃ এ.কে.এম আনওয়ারোর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডাঃ নাহিদ কামাল কেয়ার সঞ্চালনায় বাল্য বিবাহ ও কিশোরীদের গর্ভধারণে কুফল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার এমওসিএস ডাঃ আসমাউল ইসলাম। এসময় শেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও মোয়াজ্জিম ও গণমাধ্যম কর্মিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়াও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ফজলুর রহমান সহ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনানকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়ন Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: