শেরপুরে ব্যাটারির জন্য অটোচালককে হত্যা, ১৮ দিন পর মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ শেরপুরে নিখোঁজের ১৮ দিন পর হোসেন আলী নামের এক অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে র্যাব-১৪। অটোর ব্যাটারির জন্য তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্তরা। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর কোচপাড়া বটতলার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী শ্রীবরদী উপজেলার শেখদী এলাকার আশরাফ আলীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর হোসেন আলী সকাল ৯ টার দিকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেননি। পরে ২৯ নভেম্বর শ্রীবরদী থানায় একটি জিডি করে তার পরিবার। ১০ ডিসেম্বর র্যাবকে জানালে র্যাব বিষয়টি আমলে নিয়ে অভিযান শুরু করে। অভিযানে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে সুজন এবং ঝিনাইগাতীর নওকুচী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সুমেল রানাকে আটক করে র্যাব। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ে মাটি চাপা দেওয়া হোসেন আলীর গলিত মরদেহ উদ্ধার করে। র্যাব-১৪ এর অধিনায়ক রুকনুজ্জামান বলেন, আটককৃত সুজন ও সুমন অটোচালককে ভাড়ার কথা বলে কোচপাড়ায় নিয়ে আসে এবং তাকে হত্যা করে পাহাড়ে মাটিচাপা দেয়। অটোর ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে দুজনে পাঁচ হাজার টাকা করে ভাগ করে নেয়। তারা অটো রিকশা ছিনতাইয়ের সাথে জড়িত। Related posts:নালিতাবাড়ীতে দাওধারা পর্যটন কেন্দ্র ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসকনকলায় পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় গ্রেফতার ২ Post Views: ২৭৩ SHARES শেরপুর বিষয়: