শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১ শেরপুরে নিজ বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার হয়। মৃত যুবকের নাম স্বপ্ন মিয়া (২৩) বছরের স্বপ্ন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয়দের বরাতে সদর থানায় উপপরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী বলেন, ‘স্বপ্ন মানসিক রোগে ভুগছিলেন। ঘরের সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় সকালে তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ‘ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাবা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।’ Related posts:শেরপুরের প্রত্যন্ত এলাকায় সাবেক এমপি শ্যামলীর উদ্যোগে অসহায় মানুষের বাড়ী বাড়ী পৌঁছে যাচ্ছে ইফতারীঝিনাইগাতীতে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসাংবাদিকদের সাথে শ্রীবরদী থানার নবাগত ওসি বিপ্লবের মতবিনিময় Post Views: ২৯৩ SHARES শেরপুর বিষয়: