শেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১ শেরপুর ৫০ পিস ইয়াবাসহ মো. আনন্দ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা। ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. আনন্দ শহরের সজবর খিলা এলাকার মো. দুলালের ছেলে। র্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর সংলগ্ন শ্রমিক অফিসের পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আনন্দকে গ্রেপ্তার করে। ওইসময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকার মত। র্যাব জানায়, আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে থানা পুলিশের জীবানুনাশক স্প্রেঝিনাইগাতীর মরিয়মনগরে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতশেরপুরে উত্তর গৌরীপুর মহল্লায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ৩৪২ SHARES শেরপুর বিষয়: