শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রীসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক এমপি। একই সাথে তিনি লন্ডনের ফাইনান্সিয়াল সিটির শ্যাডো মিনিষ্টার হিসেবেও দায়িত্বপ্রাপ্ত থাকবেন। এক টুইটবার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন। টিউলিপ এর আগে ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন, হিসেবে কাজ করছেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে। টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়া মন্ত্রীসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন। টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন। ব্রিটেনের ৫৬ তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন দ্বিতীয় বারের মতো এমপি পদে বিজয়ী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। Related posts:কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে অভিভূত মার্কিন প্রেসিডেন্টলেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত Post Views: ১৯৯ SHARES আন্তর্জাতিক বিষয়: