সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১ সরকারি ৩ ব্যাংকে (বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর রবিবার তাদের নিয়োগের বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপন তথ্যমতে, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আব্দুল মান্নান। তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। Related posts:নেতিবাচক রফতানি প্রবৃদ্ধির জন্য ব্যবসায়ীরাও দোষী : বাণিজ্যমন্ত্রী১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকাঅভিন্ন সুনীল অর্থনৈতিক বেষ্টনি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Post Views: ২৭২ SHARES অর্থনৈতিক বিষয়: