সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ষোষণা করেছেন : মসিক মেয়র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১ সিনিয়র সিটিজেনরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, সিনিয়র সিটিজেনদের ভূমিকার কারণেই আজ আমরা বর্তমান অবস্থায় আসতে পেরেছি। ৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ষোষণা করেছেন। সিনিয়র সিটিজেনদের রাষ্টীয় মর্যাদা প্রদান ও উন্নয়নে এটা বর্তমান সরকারের একটি অসামান্য অবদান। মেয়র সিনিয়র সিটিজেনদের সকল উদ্যোগে সাথে থাকার প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি নির্দিষ্ট ঠিকানা দিতে একখণ্ড জমি উপহার দিয়েছি। আজ সে জমিতে নির্মিত কার্যালয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা আনন্দের, এ অভিজ্ঞতা সম্প্রীতির। এ অ্যাসোসিয়েশনের অতীতের কার্যক্রমে যেমন সংশ্লিষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকিবো। Related posts:জামালপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহতজাল সনদে চাকরি নেওয়ায়, মহিলা প্রভাষক গ্রেফতারমাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষক Post Views: ২৭৬ SHARES সারা বাংলা বিষয়: