স্বাধীনতাবিরোধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানরা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। হাছান মাহমুদ আরও বলেন, এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেসব দেশে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এছাড়াও ১৯৭১ সালে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। Related posts:পরিস্থিতির আরও অবনতি হলে আবাও বিধিনিষেধ : প্রতিমন্ত্রী২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদনহাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির তদন্ত চলছে : স্বাস্থ্যমন্ত্রী Post Views: ১৬৮ SHARES জাতীয় বিষয়: