২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ আগামী ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগামী বছরের ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। করোনাভাইরাসের কারণে এ কাজে কিছুটা দেরি হয়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিতেই ‘৭১ এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার বিষাদ ও বেদনার স্মৃতি নিয়ে ফিরে এল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে জাতির চিরগৌরবের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে এই দিনে (১৪ ডিসেম্বর) দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল পাকিস্তানি হানাদারবাহিনী। দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের প্রবল বিক্রমের সামনে টিকতে না পেরে গণহত্যাকারী পাকিস্তানি হানাদার সেনারা যখন মাথানত করে আত্মসমর্পণ করতে প্রস্তুতি নিচ্ছে, তখন তার অব্যবহিত আগে তারা এক জঘন্য নীলনকশা করেছিল। Related posts:ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদআজ ঐতিহাসিক ৬ দফা দিবসগান শোনালেন ‘আত্মগোপনে’ থাকা মমতাজ Post Views: ২৬০ SHARES জাতীয় বিষয়: