২ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘পুষ্পা : দ্য রাইজ’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১ ভারতের বক্সঅফিসে ঝড় তুললো দক্ষিণি ‘স্টাইলিশ স্টার’ খ্যাত সুপারস্টার নায়ক আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৭ ডিসেম্বর, আর মাত্র ২ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি! ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতে বর্তমানে চুটিয়ে ব্যবসা করছে হলিউডের সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে টিকে থাকা যে কোনো ছবির জন্য কঠিন। তবে আল্লু অর্জুনের সিনেমা যেন প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দিন দুয়েকের মধ্যে সিনেমাটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। বক্সঅফিস রিপোর্ট বলছে, প্রথম দিন ভারতব্যাপী সিনেমাটির আয় হয়েছিল সাড়ে ৫২ কোটি রুপি। যা ২০২১ সালের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। যা প্রথম দিনের আয়ে ভারতের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ’কেও ছাড়িয়ে গেছে। কেজিএফ-এর ফার্স্ট ডে কালেকশন ছিল ২৫ কোটি রুপি। উল্লেখ্য, ‘পুষ্পা’ সিনেমার গল্পটি লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত। পাঁচ ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। এতে আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। আল্লুর বিপরীতে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। Related posts:অপেক্ষা শুধু বিয়ের, রণবীর-আলিয়া পরিবার আরও কাছাকাছিনোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী, দাবি সাবেক স্ত্রীরআপাতত পরিচালনার ইচ্ছে নেই ঈশিতার Post Views: ২৩০ SHARES বিনোদন বিষয়: