ওমিক্রন প্রতিরোধে ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনা ও ওমিক্রন ভাইরাস থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়ে মাস্ক বিতরণ করলেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, করোনা ও ওমিক্রন ভাইরাস ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামের সাধারন মানুষ এ ব্যাপারে খুবই উদাসীন। তিনি ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ঝিনাইগাতী সদর বাজার ও ধানশাইল বাজারসহ বিভিন্ন হাট বাজার মনিটরিংকালে দেখতে পান অনেকের মুখেই মাস্ক নেই। এসময় তিনি নিজ উদ্যোগে মানুষদের হাতে মাস্ক তুলে দেন। সেই সাথে তিনি সাধারণ মানুষের মধ্যে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় ঝিনাইগাতী থানার এসআই কাজল ও ফেরদৌস মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার আসামী ফয়সালের ফাঁসির দাবীতে মানববন্ধনশেরপুরের দুই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীশেরপুরে দুর্বৃত্ত চক্রের কবলে আইনজীবী ॥ গ্রেফতার ১ Post Views: ২৪৯ SHARES শেরপুর বিষয়: