করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ন্যান্সি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জানুয়ারি মঙ্গলবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই। তিনি জানান, ১৬ জানুয়ারি রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা পরীক্ষা করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফল পজিটিভ আসে। ন্যান্সির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী সুস্থ আছেন। তাদের কারও করোনার উপসর্গ নেই। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে খবর জানান ন্যান্সি। তার আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা। Related posts:আমি ওনার বউ লাগি না, সুমনের খোঁজ করতেই বললেন পিয়ামেয়েদের শালীন পোশাক পরতে বললেন অনন্ত জলিলআমাকে হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিল পরিচালক Post Views: ১৮৮ SHARES বিনোদন বিষয়: