কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ৪৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল কাজাখস্তান। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না দেশটির প্রশাসন, এরই মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার অন্তত ৩০০০ বিক্ষোভকারী। খবর বিবিসির। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে গেল কাজাখস্তানে সরকার। চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ সরকারি ওই আদেশে আরও বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে এখন বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে। আজ শুক্রবার এক সরকারি আদেশে বলা হয়, গুলি চালানোর আগে সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের। জানা গেছে, কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে মিছিলে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী কিন্তু তাতেও রাজপথ ছাড়তে নারাজ তারা। আন্দোলনকারীদের প্রেসিডেন্টের পদত্যাগ চায়। আগেই চলমান বিক্ষোভের পরিস্থিতি বেগতিক দেখে দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এছাড়া এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চেয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েভ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট। Related posts:র্যাবকে নিষেধাজ্ঞার প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে আওয়ামী লীগের বিক্ষোভবিশ্বে করোনায় এক দিনে ২০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু প্রায় ৬ হাজারবিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে প্রায় ৯৮ লাখ, মৃত্যু ৪ লাখ ৯৩ হাজার Post Views: ২২৫ SHARES আন্তর্জাতিক বিষয়: