চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২ চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি সোমবার ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। Related posts:শেরপুরে বেকারী মালিক শিল্প সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিতবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর ঢেউটিন বিতরণময়মনসিংহে ২ শিশু নিখোঁজ, ২২ ঘণ্টা পর পুকুর থেকে একজনের লাশ উদ্ধার Post Views: ১৭৮ SHARES সারা বাংলা বিষয়: