জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ নিহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২২ জামালপুর প্রতিনিধি : জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতে ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলায় চর পলিশা ও ব্রাক মোড়ে পৃথক ওই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেলান্দহ উপজেলার চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ট ভ্যানের সাথে মটর সাইকেলের সংঘর্ষে আনন্দ নামে ১৯ বছর বয়সী মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার চাচাতো ভাই একই বয়সী সাগর। পরে সাগরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনন্দ জামালপুর সদরের চন্দ্রা এলাকার রসুল মিয়ার ছেলে এবং সাগর একই এলাকার ফজলু মিয়ার ছেলে। এদিকে সন্ধ্যায় মেলান্দহ ব্রাক মোড় এলাকায় ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে ৫০ বছর বয়সী ইজিবাইক চালকের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী মেলান্দহের দাগি এলাকার খইমুদ্দিনের ছেলে। মেলান্দহ থানার এসআই এনামুল হক জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটর সাইকেল ও ইজিবাইক জব্দ করেছে। Related posts:মেলান্দহে ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত, আহত ৩জামালপুরে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেওদলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামালপুরে আ’লীগের ২২ নেতাকর্মীকে অব্যাহতি Post Views: ২০৮ SHARES জামালপুর বিষয়: