ঝিনাইগাতী সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান শাহাদৎ হোসনকে যুবলীগের সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউপি‘র নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেনকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সংর্বধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদৎ হোসেন ৬৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় স্থানীয় যুবলীগ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নব নির্বাচিত চেয়ারম্যানকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলের মালায় বরণ করে তার হাতে একটি রুপার নৌকা তুলে দেওয়া হয়। Related posts:শেরপুরে রাজা, বাদশা ও জমিদার দেখতে জনতার ভিড়শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসীমান্তে হাতি হত্যায় শেরপুরে এই প্রথম মামলা Post Views: ৩৪৮ SHARES শেরপুর বিষয়: