‘টান’ নিয়ে আসছেন সিয়াম-বুবলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২ শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি। ‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন। সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ। ‘টান’ সিনেমার দৃশ্যে বুবলী ও সিয়াম। ছবি: চরকির সৌজন্যে‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’ এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’ ‘টান’ সিনেমার দৃশ্যে বুবলী ও সিয়াম। ছবি: চরকির সৌজন্যেপরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’ দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার: Related posts:অপরাধ ও রহস্য উন্মোচনের গল্পে আমান-ঊর্মিলাজাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন না মোশাররফ করিমপরিচয় পাওয়া গেলো কণ্ঠশিল্পী ন্যান্সির হবু স্বামীর Post Views: ২৫৫ SHARES বিনোদন বিষয়:
শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি। ‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন। সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ। ‘টান’ সিনেমার দৃশ্যে বুবলী ও সিয়াম। ছবি: চরকির সৌজন্যে‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’ এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’ ‘টান’ সিনেমার দৃশ্যে বুবলী ও সিয়াম। ছবি: চরকির সৌজন্যেপরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’ দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার: