দেশে প্রায় ৯ কোটি টিকা মজুত আছে : তথ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ দেশে করোনাভাইরাসের প্রায় ৩১ কোটি টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২২ জানুয়ারি শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সবাইকে টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এ সময় তিনি বলেন, নিকটস্থ কোনো টিকাকেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। আগে কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরে ঘরের বাইরে বের হতে আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। চারটি ধাপে ৪০০ কম্বল বিতরণ করা হয়। Related posts:বিশৃঙ্খল অবস্থায় ঢাকার ট্রাফিক ব্যবস্থা : ডিএমপি কমিশনারঅফিসের সময় কমবে নাকি বাসা থেকে, সিদ্ধান্ত শিগগির : জনপ্রশাসন প্রতিমন্ত্রীশেরপুরে বিদেশ ফেরত ৫৭জন হোম কোয়ারেন্টাইনে Post Views: ১৯৮ SHARES জাতীয় বিষয়: