নালিতাবাড়ীতে টিকা গ্রহণে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২ শেরপুর জেলার সবকটি উপজেলায় মহামারী করোনা মোকাবেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রদান করা হচ্ছে ফাইজারের টিকা। টিকা গ্রহণে শিক্ষার্থীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ ও স্বতস্ফূর্ত অংশগ্রহণ। ১৬ জানুয়ারী রবিবার টিকা প্রদানের দ্বিতীয় দিনে জেলার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিকা গ্রহণে দেখা গিয়েছে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা প্রদানে আলাদা করে দুটি কেন্দ্র স্থাপন করে এই টিকা কার্যক্রম পরিচালনা করছেন। গতকাল শনিবার প্রথম দিনে ১হাজার ৬শত ২৬ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা প্রদান করেছে এবং আজ রোববার ১হাজার ১৫জন শিক্ষার্থীকে এ টিকা প্রদার করবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, নালিতাবাড়ীতে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ১৬ হাজার শিক্ষার্থীকে ২৯ জানুয়ারি পর্যন্ত ফাইজারের এই টিকা প্রদান করা হবে। তবে শিক্ষার্থীদের মধ্যে অনেকে ভীড় এড়াতে স্বস্ব প্রতিষ্ঠানে এই টিকা গ্রহণের দাবি জানিয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, ফাইজারের এই টিকা এসি রুমে প্রদান করতে হয়। পর্যাপ্ত এসি রুম না থাকায় মাত্র দুটি কক্ষে টিকা প্রদান করা হচ্ছে। তবে কাল থেকে ছেলেদের উপজেলা পরিষদ এবং মেয়েদের হাসপাতালে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। Related posts:শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৮ ঘন্টা পর উদ্ধার, নারী আটকদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিতভূইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্তসহ একজনের সদস্যপদ স্থগিত করলো শেরপুর প্রেসক্লাব Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: