নালিতাবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২২ জানুয়ারি শনিবার দুপুরে শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খাল থেকে ওই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামের মৃত আরবদী আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ মকবুল হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। গত ৯ জানুয়ারি তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলায় নিজ গ্রামের বাড়িতে যান। পরে একইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তিনি আর বাসায় ফিরেননি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ বৃদ্ধকে খোঁজাখুঁজির চেষ্টা করা হলেও থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে। এদিকে শনিবার সকালে শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। Related posts:শেরপুরে জেলা পুলিশের হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্নশেরপুরে পীরের দরবার গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতাঝিনাইগাতীতে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ইট ভাঙ্গালেন প্রধান শিক্ষক Post Views: ২৮৯ SHARES শেরপুর বিষয়: