নালিতাবাড়ীর নব-নির্বাচিত ১২ ইউপির বিজয়ী চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ১২ ইউপি চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ১৪৪ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নালিতাবাড়ী উপজেলার ১২ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষা বাতিল ও অটোপাশের দাবিতে মানববন্ধনশেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ Post Views: ২৩৮ SHARES শেরপুর বিষয়: