মিমের বিয়ের ছবি প্রকাশ্যে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আজ মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। রাজধানী একটি হোটেলে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান সেরেছিলেন মিম। গতকাল রাতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। মিমের বর সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। ৬ বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। মিম জানিয়েছেন, ‘ছয় বছর ধরে সনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল।’ Related posts:জোড়া লাগছে তাহসান-মিথিলার সংসার!আদালতে কাঁদলেন নায়িকা পরীমণি, দেকা হলো না নানার সঙ্গে৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ Post Views: ৩২৮ SHARES বিনোদন বিষয়: