ময়মনসিংহের ভালুকায় আগুনে পোড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ ময়মনসিংহের ভালুকায় আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার হবিরবাড়ি গ্রামের ধলারছাম আইজুলের চালা জঙ্গল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে দেখেন আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ভালুকা মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।’ Related posts:‘আমি তোমাদের ডিসি স্যারের মিসেস’ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭জামালপুরে মুজিব শতবর্ষ উদযাপন Post Views: ২৩৩ SHARES সারা বাংলা বিষয়: