শেরপুরে র্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ রনজিত কোচ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৯ জানুয়ারি বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনজিত কোচ উপজেলার নলকূড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের লতিন্দ্র কোচের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পরেশ টি স্টোরের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় ৫৪৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ রনজিত কোচে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ ২৩ হাজার ৫শ টাকা। এ ব্যাপারে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, রনজিত কোচ বিভিন্নস্থান থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা ও পাচার করে আসছিল। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ॥ আনার কলি মাহবুবশেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধননকলায় কিশোরের আত্মহত্যা Post Views: ২৬৩ SHARES শেরপুর বিষয়: