শেরপুরে সপ্তম শ্রেণির ভর্তির উন্মুক্ত লটারি অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২ শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি শনিবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এ সময় সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছুক উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনেই লটারির মাধ্যমে ওঠা রোল নম্বর সবার সামনে তুলে ধরেন ডিসি মোমিনুর রশীদ। উন্মুক্ত লটারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এ সময় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লসিত হয়ে উঠেন। লটারিকালে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় ভূমি গৃহহীন আরও ৪২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরশেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতবকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে গোসলে নেমে ডুবে মারলো রিফাত! Post Views: ২০০ SHARES শেরপুর বিষয়: