ষড়যন্ত্র করেই যাচ্ছে স্বাধীনতাবিরোধীরা : জামালপুরে স্থানীয় সরকারমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ১০ জানুয়ারি শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ হোসনে আরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। Related posts:শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাইসাইকেল বিতরণবকশীগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতারজামালপুরে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার Post Views: ১৯৮ SHARES জামালপুর বিষয়: