সরিষাবাড়ীতে আ.লীগের ১৬ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ তদন্তকেন্দ্রে হামলার ঘটনায় আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গত শুক্রবার রাতে পুলিশের উপপরিদর্শক শফিউল আলম সোহাগ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মী নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, পুলিশের কাজে বাধা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই মামলা করা হয়। ঘটনার সময় একাধিক মামলার আসামি মশিউর রহমান মোর্শেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বিচার দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের অন্য একটি গ্রুপ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের লোকজন মশিউর রহমান মোর্শেদের নেতৃত্বে যমুনা সার কারখানা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। পুলিশ এতে বাধা দিলে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ একাধিক মামলার আসামি মোর্শেদকে আটক করে। এতে রফিক ও মোর্শেদের লোকজন ক্ষিপ্ত হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ, উপপরিদর্শক শফিউল আলম সোহাগ হন। এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ জানান, যমুনা সার কারখানা এলাকায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। Related posts:বঙ্গবন্ধু দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীজামালপুরে নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৬ইসলামপুরে ব্যবসায়ীর গোডাউন থেকে ২০৬ বস্তা সরকারি চাল উদ্ধার Post Views: ৩৬৯ SHARES জামালপুর বিষয়: