ধার্মিক না হতে পারলে নামাজ পড়লেই হবে না, ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক দুলাল এমপি বলেছেন, আমরা আল্লাহপ্রতি বিশ্বাস, মসজিদের প্রতি বিশ্বাস, আমাদের রাসুল (সাঃ) কে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, সবই বিশ্বাস করি কিন্তু ধার্মিক না হতে পারলে শুধু নামাজ পড়লেই হবে না,নামাজ পড়তে গেলে ধার্মিক হতে হবে। ৭ জানুয়ারি শুক্রবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার ডাক্তারবাড়ি জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

পেঁচারচর ডাক্তার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি (অব. যুগ্ম সচিব) ডা. শহীদ মোতাহার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামান আব্দুন নাসের বাবুলসহ আরও অনেকেই।
জানা গেছে, উপজেলার চরপুটিমারি ইউনিয়নের পেচারচর গ্রামের দৃষ্টি নন্দন ডাক্তার বাড়ি জামে মসজিদে চার মিনারের আটটি গম্বুজ রয়েছে।