ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ও ঝিনাইগাতী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ওসি ফায়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণনকলায় হেফাজতে ইসলাম পৌর কমিটি গঠন: সভাপতি তোফায়েল, সা.সম্পাদক ইসমাঈলশেরপুরে জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় মদ ধ্বংস Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: