ঝিনাইগাতীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহন করেছেন। ১৬ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ নবনির্বাচিত ৬২ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ৮৩ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথপত্র পাঠ এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মালিঝিকান্দা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আমিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার সামছুল আলম, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ঝিনাইগাতী সদরের নব-নির্বাচিত ইউপি সদস্য জাহিদুল হক মনির, নলকুড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য জোসনা বেগমসহ অন্যান্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। এসময় নব নির্বাচিত ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন, প্রিন্ট ও ইলেকনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে পদ্মা সেতুর আদলে সেজেছে পূজা মণ্ডপ, দেখতে ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরাশেরপুরে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করলো অনলাইন দোকান ‘বাজার সদাই’ঝিনাইগাতীতে শিক্ষিকা উম্মে সালমার খাদ্যসামগ্রী পেল ৩শত কর্মহীন পরিবার Post Views: ২৪৭ SHARES শেরপুর বিষয়: