নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ শেরপুরে নালিতাবাড়ীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। ওইসময় তিনি বলেন, এ কর্মশালার উদ্দেশ্য হলো ফলন বেশী, সময় লাগবে কম, এক জমিতে অধিক ফসল, কৃষকের আয় বৃদ্ধি পাবে। এতে বিশেষ অতিথি ছিলেন জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী বিনা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম. ড. মো. আবুল কালাম আজাদ। প্রশিক্ষণ পরিচালনা করেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনজুরুল ইসলাম, গবেষণা পরিচালক ড. আব্দুুল মালেক, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুব আলম তরফদার প্রমুখ। কর্মশালা শেষে ১০ জন কৃষকের মাঝে বিান ধান-১৭ বীজ বিতরণ করা হয়। কর্মশালায় ৬৫ জন কৃষক-কৃষানী এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ ৭৫ জন অংশগ্রহণ করেন। Related posts:নকলায় আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতারশেরপুরে মঙ্গলবার থেকে ৬ দফা দাবিতে ২১ শ্রমিক সংগঠনের ৪৮ ঘন্টা কর্মবিরতির ঘোষণাশ্রীবরদীতে অবৈধ অ্যাসিড বিক্রির অভিযোগে আটক ১ Post Views: ২৩৩ SHARES শেরপুর বিষয়: