নেত্রকোনায় জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ নেত্রকোনার জঙ্গল থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শহরের পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ার একটি জঙ্গলের পাশ থেকে মডেল থানার পুলিশ (ছেলে) শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ জানায়, গত রবিবার মধ্যরাতে শহরের পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ায় একটি জঙ্গলের পাশে অজ্ঞাতনামা নবজাতকের (সদ্য প্রসূত) কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে নবজাতককে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর থানার নিজস্ব ফেসবুক পেইজে এবং স্থানীয়ভাবে শিশুটির সঠিক পরিচয় জানাতে একটি পোস্ট করে পুলিশ। কেউ চিনতে পারলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ইতোমধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান তিনি। Related posts:আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা : প্রধান বিচারপতিবুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারী মাসুদ ঢাকা থেকে গ্রেপ্তারভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুরে বিপুল পরিমাণ পলিথিন জব্দ Post Views: ২৪৭ SHARES সারা বাংলা বিষয়: