ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও চারজনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন (৭০), শামসুন্নাহার (৪০) এবং জামালপুর সদরের আব্দুস সামাদ (৫৫)। ২ ফেব্রুয়ারি বুধবার সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন। Related posts:শেরপুরে ‘অনির্বাণ তরুণ সংঘ (অতস)’র টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিতজামালপুরে জাল সার্টিফিকেট কারিগর গ্রেফতারনোয়াখালীতে জেলা আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ Post Views: ২১৩ SHARES সারা বাংলা বিষয়: