শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২ শেরপুরে র্যাবের অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ আসতোলা ওরফে টিক্কা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার টিক্কা সদর উপজেলার ছোট ঝাউয়েরচর গ্রামের মৃত সামের আলীর ছেলে। মঙ্গলবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসতোলা ওরফে টিক্কাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য অনুমান ৭০ হাজার টাকা। এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত টিক্কা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রি করে আসছিল। ওই ঘটনায় র্যাবের তরফ থেকে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যুনকলায় নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুশ্রীবরদী সীমান্তে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী খাদ্য উপযোগী বাগানে গাছের চারা রোপনের উদ্বোধন Post Views: ৩৪১ SHARES শেরপুর বিষয়: