শেরপুর আইইবির মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২ জেলা প্রশাসন কর্তৃক এডিপিভূক্ত শতভাগ প্রকল্পভূক্ত প্রকল্পের পরিবিক্ষন ও মূল্যায়ন নিশ্চিত করণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে ১০ ফেব্রুয়ারী সকাল ১০টার সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশের উদ্যোগে (আইইবি) এর দেশব্যাপী মানব বন্ধন কর্মসূচির অংশ হিসেবে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সামিউল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল বিভাগের জয়িতা দেবশ্রী, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন প্রমুখ। সভায় জানানো হয়, আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবেই। Related posts:শেরপুরে মুজিববর্ষে ২৯১ ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘরশেরপুরে শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের সহায়তা প্রদানঝিনাইগাতীর গজনী অবকাশে শতবর্ষী এক গাছে ৭২ মৌচাক! Post Views: ২৪৮ SHARES শেরপুর বিষয়: