শ্রীবরদীতে হাতি হত্যা মামলায় আরও দুইজন কারাগারে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২ শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি এলাকায় বন্য হাতি হত্যা মামলায় আরো দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তা নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন, উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আমির উদ্দিন (৫২) ও মো. আঃ রহমানের ছেলে আশরাফুল (৩৫)। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের বালিজুড়ি মালাকোচা এলাকায় একটি মৃত হাতি উদ্ধার করেন বন বিভাগ। পরে বন বিভাগের প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজি বাগানের সাথে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরে প্রথমবারের মতো বন আদালতে হত্যা মামলা করা হয়। বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠান। মঙ্গলবার আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের দুইজনকেও জেল হাজতে প্রেরণের আদেশ দেন। Related posts:নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় রুপিসহ গ্রেফতার ১শেরপুরে পৌর এলাকায় ভিজিএফের চাল বিতরণ শুরুপরিচয় গোপন করে শিক্ষকতা করতেন ধর্ষক, পরে গ্রেপ্তার Post Views: ৪৮০ SHARES শেরপুর বিষয়: