ইউক্রেনের প্রায় তিন হাজার সেনা নিহত: জেলেনস্কি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২ ইউক্রেন সংঘাতে প্রায় তিন হাজার সেনা নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএন-কে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের আড়াই হাজার থেকে তিন হাজার সেনা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশটিতে সংঘাতে প্রায় এক হাজার সেনা আহত হয়েছেন। তবে এখনই বলা যাচ্ছে না যে, এদের মধ্যে কতজনকে বাঁচানো সম্ভব হবে। জেলেনস্কি আরও বলেন, যুদ্ধে রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনার সংখ্যা ১ হাজার ৩৫১। এদিকে রুশ সেনারা চলে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে নয় শতাধিক বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে কিয়েভের আঞ্চলিক পুলিশ বাহিনীর প্রধান অ্যান্ড্রি নেবিতোভ জানিয়েছেন, মরদেহগুলো রাস্তায় ফেলে রাখা অথবা অস্থায়ীভাবে পুঁতে রাখা হয়েছিল। নিহতদের প্রায় ৯৫ শতাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নেবিতোভের কথায়, আমরা পরিষ্কার বুঝতে পারছি, দখলদারদের অধীনে মানুষজনকে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে ও গণকবরগুলো থেকে প্রতিদিনই মরদেহ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে বুচা শহরে। সেখানে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। Related posts:ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগবাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তানমিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, ভারতে শরণার্থীর ঢল Post Views: ২৭৮ SHARES আন্তর্জাতিক বিষয়: