নকলায় কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২ শেরপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল। রোববার (২৪ এপ্রিল) সকালে জেলার নকলা উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গণপদ্দি গ্রামের খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় তার ঝোপের ভেতর একটি সাদা বস্তা দেখতে পান। পরে কাছে গিয়ে বস্তা খুলে কাফনের কাপড় মোড়ানো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নকলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ঘটনার বলেন, আমাদের ধারণা, কবর থেকে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে। মরদেহটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে মরদেহটি পুনরায় দাফন করা হবে। Related posts:শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া পরিবারের সহায়তা পেলেন পত্রিকার হকাররাশেরপুরে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: