নকলায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩০ গৃহহীন পরিবার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২ শেরপুরের নকলায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর আগামী ২৬ এপ্রিল হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। ২৪ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ উপজেলায় ৩য় পর্যায়ে নির্মিত ৩০টি আধা-পাকা ঘর দুইশতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণশেরপুরে জাতীয় গ্রীস্মকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতনকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: