নালিতাবাড়ীতে আটকে রাখা হাতিকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়ায় সবুজ আন্দোলনের কৃতজ্ঞতা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী নিশ্চিন্তপুর ব্রিজের নীচে একটি বাচ্চা হাতিকে বেধে রাখে বনকুড়ার আব্দুর রউফ। এর একটি ছবি ও ভিডিও ফুটেজ স্থানীয় স্বেচ্ছাসেবক, সাংবাদিক রবিউল ইসলাম মন্ডল সামাজিক মাধ্যম ফেইসবুকে ছেড়ে দিলে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে আসে। নেতৃবৃন্দ হাতিটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বছির আহামেদ বাদলকে অনুরোধ করেন। বনবিভাগের প্রতি আহ্বান জানানো হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে হাতি আটক করে বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করে। পরে হাতি ক্রয়ের স্বপক্ষে কোন তথ্য প্রমাণ থাকায় অবৈধভাবে বন্য প্রাণীর আটক করে রাখার অভিযোগে আব্দুর রউফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও হাতির মাউদ আব্দুর রউফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। দ্রুত এ ঘটনার মামলা ও অভিযুক্ত একজনকে গ্রেফতার ও হাতি উদ্ধার করায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ । Related posts:শেরপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদেরঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতারশেরপুরে পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফ Post Views: ২৫৪ SHARES শেরপুর বিষয়: