নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। ২৫ এপ্রিল সোমবার রাত দশটার দিকে নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের শিমুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর উজ্জ্বল মিয়া (৩০) উপজেলার হাতিপাগার গ্রামের বাসিন্দা। তিনি ওই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আহত দুজন হলেন আরেক যাত্রী শামীম মিয়া (৩০) ও অটোরিকশার চালক স্বপন মিয়া। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাকুগাঁও স্থলবন্দর থেকে ১০ চাকার একটি ট্রাক দ্রুতগতিতে শিমুলতলা এলাকায় পৌঁছায়। এ সময় শহর থেকে দুজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বিপরীত দিকে যাচ্ছিল। সড়কে ধান থাকায় সাইড দিতে গিয়ে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের নিচে পড়ে অটোরিকশাটি ধুমরে মোচরে যায়। স্থানীয়রা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান। তবে নালিতাবাড়ী-নকলা সড়কের চেপাকুড়ি এলাকায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। Related posts:শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতশেরপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সাবেক এমপি শ্যামলীর মতবিনিময় সভাঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া Post Views: ৩৩১ SHARES শেরপুর বিষয়: