বিশ্বকাপের ড্র: দেখে নিন কোন গ্রুপে কোন দল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২ কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র। শুক্রবার দেশটির দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের মধ্যে ইতোমধ্যে ২৯টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আর বাকি তিনটি দল প্লে-অফ খেলে আগামী জুনের মধ্যে জায়গা করে নেবে। আগামী নভেম্বরে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের এই জমকালো আসর। গোটা দুনিয়া কাঁপবে ফুটবল জ্বরে। চলুন এক নজরে দেখে নিই বিশ্বকাপের আট গ্রুপ— গ্রুপ এ কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর। গ্রুপ বি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন। গ্রুপ সি আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব। গ্রুপ ডি ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ই স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড। গ্রুপ এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা। গ্রুপ জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন। গ্রুপ এইচ পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা। Related posts:অস্তিত্ব, অনুভূতি ও ভালোবাসা এই পতাকা : মাশরাফিআবারও বল হাতে উজ্জ্বল সাকিবলঙ্কান প্রিমিয়ার লিগে থাকবে পাকিস্তানের দল Post Views: ২৪৮ SHARES খেলাধুলা বিষয়: