ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২ ভারতে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল বর্তমান সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অবসরগ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ পাণ্ডে বর্তমানে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। জেনারেল নারাভানের পরে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। গত ১ ফেব্রুয়ারি তিনি সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ছিলেন। তিনি সিকিম ও অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণরেখার (এলএসি) তত্ত্বাবধান করতেন। মনোজ পাণ্ডে তাঁর কর্মময় জীবনে আন্দামান ও নিকোবরে কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে (দ্য বোম্বে স্যাপারস) কমিশন পদে যোগদান করেন। Related posts:পঙ্গপাল নিয়ন্ত্রণে যেভাবে ড্রোনকে কাজে লাগাচ্ছে ভারতকিমের নির্দেশে দেহ ব্যবসায় জড়িতদের প্রকাশ্যে গুলি করে হত্যাইরানের মিসাইল হামলায় তছনছ ইসরায়েল, একের পর এক মরদেহ উদ্ধার Post Views: ২৬৮ SHARES আন্তর্জাতিক বিষয়: