শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবার বীর মুক্তিযোদ্ধাদের বাবা-মাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২ শেরপুর এবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন বাবা-মাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলায় প্রথমবারের মতো ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বকর সিদ্দিক, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, লালন গবেষক বীর মুক্তিযোদ্ধা আবদেল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাময় দাস, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা একেএম জিন্নত আলী, আমিনুল ইসলাম, আবুল মনসুর, নজরুল ইসলাম ও আমেজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। ওইসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের বাবা-মায়েদের চিকিৎসার জন্য হেলথ কার্ড ও তাদের আবাসনের জন্য ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২০ জন মা ও ৪ জন বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি, তসবিহসহ কাপড়-চোপড় তুলে দেওয়া হয়।এ সংবর্ধনা ও সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের বৃদ্ধ বাবা-মা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:আমাদের দেশেই একদিন বিমান ও হেলিকপ্টার তৈরি হবে : প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে ইতালি সফরের আমন্ত্রণপরীমণির সঙ্গে রাতযাপন: চাকরি হারাচ্ছেন সেই পুলিশ কর্মকর্তা Post Views: ২৩৯ SHARES জাতীয় বিষয়: