শেরপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২ ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রায়হানুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এমএ বারেক তোতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. নাদিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ফ্রি হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণশেরপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ২৫৪ ॥ সুস্থ ২১৫নকলায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন কারিগররা Post Views: ২৪৬ SHARES শেরপুর বিষয়: