শেরপুরে হত্যা মামলার দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ শেরপুরে অটোরিকশাচালক আব্দুর রাজ্জাককে হত্যার দায়ে এক আসামিকে ৪২ বছর ও আরেকজনকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে খালাস দেয়া হয়েছে এক আসামিকে। ৬ এপ্রিল বুধবার শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল-মামুন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন কুমার পাল। আসামিদের মধ্যে ৪২ বছরের কারাদণ্ড পেয়েছেন ২৫ বছরের মো. সাগর ও ৯ বছরের কারাদণ্ড পেয়েছেন মো. মিল্টন। হত্যার ঘটনার পর থেকেই পলাতক মিল্টন। অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক ২০১৬ সালের ৭ মার্চ সন্ধ্যায় ভাড়ায় নেয়া নতুন অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়িতে ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল দেন স্বজনরা। তবে তা বন্ধ পাওয়া যায়। পরে প্রত্যক্ষদর্শীর মাধ্যমে তারা জানতে পারেন শেরপুর কালিগঞ্চ জেলা কারাগার মোড় থেকে সাগর ও মিল্টন নামের দুই ব্যক্তি তাকে ভাড়ায় নিয়ে যান। ওই রাতেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিল্টনের বসতঘর থেকে রক্তমাখা জামা-কাপড় ও তার বাড়ির পাশে কবরস্থান থেকে রাজ্জাকের অটোরিকশাটি উদ্ধার করে। পরদিন সকালে পাশে মোবারকপুর এলাকার একটি ইটভাটা থেকে রাজ্জাকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই মিল্টন, সাগর ও রেজুয়ানকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন রাজ্জাকের স্ত্রী সাজেদা বেগম। ১৩ মার্চ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিল্টন। সে বছরের ২৮ সেপ্টেম্বর ওই ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন সদর থানার এসআই আনছার আলী। Related posts:ঝিনাইগাতীতে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ফুলেল শ্রদ্ধা নিবেদনশেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপারশেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ Post Views: ৩২৩ SHARES শেরপুর বিষয়: