হুমকির পরও লাহোর র্যালিতে সশরীরে থাকছেন ইমরান! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২ বড় হুমকির খবর আছে এমন সতর্কতা দিয়ে ইমরান খানকে লাহোরের জনসভায় সরাসরি উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার লাহোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার আতিয়াব সুলতান এই পরামর্শ দেন। তিনি ইমরান খানকে আজ বৃহস্পতিবারের সভায় ভার্চুয়াল ভাষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই সতর্কতা মানছে না ইমরান খান। বুধবারের ‘টুইটার র্যালি’তে পিটিআই চেয়ারম্যান ইমরান জানিয়েছেন, কোনও ব্যাপার না তিনি লাহোরে সশরীরেই থাকছেন। লাহোরের জনসভায় জীবনের হুমকি থাকা সত্ত্বেও ইমরান খান অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি সশরীরেই উপস্থিত থাকবেন। ইমরান বলেন, ‘মিনার-ই-পাকিস্তান বিশেষ জায়গা। কারণ, এখানেই পাকিস্তানের রেজ্যুলেশন উপস্থাপন করা হয়েছিল। এখানেই ভারতের মুসলিমরা জানিয়েছিল তারা আলাদা রাষ্ট্র চায়। আমরাও এখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে চাই। আমার বিশ্বার রেকর্ড সংখ্যক মানুষ এই জনসভায় অংশ নেবে।’ সূত্র: ডন Related posts:গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিগাজায় ‘নিজেদের গুলিতে’ ৩১ ইসরায়েলি সেনা নিহতপাকিস্তানে প্রচণ্ড গরমে ৬ দিনে মারা গেছে ৫ শতাধিক মানুষ Post Views: ২৩৭ SHARES আন্তর্জাতিক বিষয়: