ঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সকাল ১১টার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জিওবি ১ম সংশোধনী প্রকল্পের আওতায় শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব শাহা, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, শিক্ষক জহুরুল ইসলাম মিলন প্রমুখ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৪০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কর্মশালায় অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জন্ম নিবন্ধন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগ কালীন নারী ও শিশুর সচেতনতা ও জেন্ডার সমতা বিষয়ক আলোচনা করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীর মরিয়মনগরে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতশেরপুরের নকলায় স্কুলছাত্রী অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছরের সশ্রম কারাদণ্ডপানি কমেছে শেরপুরের সব নদীর, আতঙ্ক কাটেনি তবুও Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: