‘মির্জা ফখরুল ভাসতে ভাসতে এখন শ্রীলংকা দ্বীপে পৌঁছেছেন’ কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০২২ বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।’ ১৪ মে শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন।’ তিনি বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলংকা দ্বীপে পৌঁছেছেন।’ ‘বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে,’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলংকাকেও ঋণ দিয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।’ মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ। Related posts:১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত: প্রধানমন্ত্রীশেরপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে কোরআন-খানি, দোয়া ও আলোচনা সভাএবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না : শেখ হাসিনা Post Views: ২১৮ SHARES রাজনীতি বিষয়: