শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার ছাত্ররা পেলো সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১, ২০২২ শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১ মে রবিবার শহরের তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় ওই ঈদ উপহার তুলে দেন সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু। ওইসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। Related posts:কাউন্টার টেরোরিজমের ডিসি হলেন শেরপুরের সন্তান শহিদুল্লাহঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনভোগাই নদীর ভাঙ্গনের কবলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী ও চকপাড়া এলাকা Post Views: ২৭৬ SHARES শেরপুর বিষয়: